Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হামাস-বিরোধী নিন্দা প্রস্তাব পাস করতে পারে নি আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০১৮, ০২:২৯ PM
আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৮, ০২:২৯ PM

bdmorning Image Preview


হামাসের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করতে ব্যর্থ হয়েছে আমেরিকা। জাতিসংঘ সাধারণ পরিষদে আমেরিকার তোলা প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে মাত্র ৫৭টি আর বিপক্ষে ভোট পড়েছে ৮৭টি। ১৯৩ সদস্যের মধ্যে ৩৩টি দেশ ভোট দেয়া থেকে বিরত ছিল। প্রস্তাবটি পাসের জন্য দুই-তৃতীয়াংশ ভোটের প্রয়োজন ছিল।

ইহুদিবাদী সেনাদের হত্যাযজ্ঞের প্রতিবাদে ইসরাইলের বিরুদ্ধে হামাস যে রকেট হামলা চালায় তার নিন্দা করার জন্য আমেরিকা জাতিসংঘ সাধারণ পরিষদে এ প্রস্তাব তুলেছিল। ভোটাভুটির আগে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেন, হামাসের বিরুদ্ধে নিন্দা জানানোর জন্য পরিষদের সামনে ঐতিহাসিক সুযোগ এসেছে। তিনি বলেন, জাতিসংঘ এ পর্যন্ত ইসরাইলকে নিন্দা জানিয়ে ৭০০’র বেশি প্রস্তাব পাস করেছে কিন্তু হামাসকে নিন্দা জানিয়ে একটি প্রস্তাবও পাস করা হয় নি।

ভোটাভুটির কয়েক সপ্তাহ আগে ইসরাইল ফিলিস্তিনের ওপর নির্বিচারে বিমান হামলা এবং হামাসের একজন কমান্ডারকে হত্যা করলে তার জবাবে হামাস দু দিনে ৪০০ ক্ষেপণাস্ত্র ছোঁড়ে।

Bootstrap Image Preview