Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে মধ্যরাতে হঠাৎ আগুন, ১০টি ঘর পুড়ে ছাই

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০১৮, ১২:৫৭ PM
আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৮, ১২:৫৭ PM

bdmorning Image Preview


হবিগঞ্জ শহরতলীর পুরানহাটি এলাকায় মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় চারপাশে মূহুর্তের মধ্যে যেন আগুনের লেলিহান শিখা দাউদাউ করে চারিদিকে ছড়িয়ে পড়ে। আগুন দেখে সাধারণ মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। 

এ সময় অগ্নিকাণ্ডে অন্তত ১০টি বাসা-বাড়িসহ প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। 

বুধবার (৫ ডিসেম্বর) মধ্যরাতে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার জসিম মিয়ার বসত ঘর থেকে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চার দিকে চড়িয়ে পড়ে। 

খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন ছুটে গিয়ে প্রায় ৩ ঘন্টা চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুণে তালুক মিয়া, বাজেষ্টর, নজরুল, জসিম, ইব্রাহিম মিয়া, মোস্তফা মিয়া, মিরাস মিয়াসহ অন্তত ১০/১২ টি বাসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। 

হবিগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের সিনিয়র টিম লিডার সামছুল আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগ্নিকাণ্ডের ঘটেছে এবং এই অগ্নিকাণ্ডে  ক্ষয়ক্ষতির পরিমাণ ধরণা করা হচ্ছে প্রায় কোটি টাকা। 
তবে সব কটি বসতবাড়ির আগুনে যে ভাবে পুড়েছে তাতে ক্ষতির পরিমান মনে হচ্ছে আরও বেশী হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী। 

Bootstrap Image Preview