যশোরের অভয়নগর উপজেলার প্রাইভেট পড়তে গিয়ে ট্রেনে কাটা পড়ে জয়তুননেছা মুন্নী (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ভাঙাগেট এলাকায় এ ঘটনা ঘটে। আহম্মদ আলী সরদার মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির বাণিজ্য বিভাগের ছাত্রী ফারজানা আক্তার মুন্নি উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দেয়াপাড়া গ্রামের আরিফুল ইসলাম শেখের মেয়ে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাহিদুর রহমান ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে ভাঙাগেট এলাকায় প্রাইভেট পড়া শেষ করে বাড়ি ফিরছিল মুন্নি।
এ সময় রেললাইন পার হতে গিয়ে খুলনাগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।