Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দেহ তল্লাশি করে ১০ হাজার ইয়াবা উদ্ধার; নারী আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০১৮, ০৫:০৭ PM
আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৮, ০৫:০৭ PM

bdmorning Image Preview


১০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ কুলছুম বেগম (৪৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় কুমিল্লার চান্দিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা-বাগুর বাস স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কুলছুম বেগম কুমিল্লার সদর উপজেলার গোবিনপুর এলাকার মৃত আলী আক্কাসের স্ত্রী।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল ফয়সল জানান, কুলছুম বেগম ইয়াবা নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। চান্দিনা বাস স্টেশনে এসেও গাড়ি বদল করার চেষ্টা করে সে।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এ সময় তার দেহ তল্লাশি করে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Bootstrap Image Preview