Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আসন্ন নির্বাচনে ৭ জন যুদ্ধপরাধী অংশ নিচ্ছে: আব্দুল মান্নান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০১৮, ০২:৫০ PM
আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৮, ০২:৫০ PM

bdmorning Image Preview


বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল মান্নান বলেছেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭ জন যুদ্ধাপরাধী অংশ গ্রহন করছেন। এছাড়াও জামায়াতে ২৫ জন তবে ১ জন বাদ যাওয়ায় ২৪ জন প্রার্থী আছেন।

বুধবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্বদ্যালয়ের জহির রায়াহান মিলনায়তনের সেমনিার কক্ষে জাহাঙ্গির নগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ যৌথভাবে আয়োজিত এক আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানটির মুল প্রতিপাদ্য ছিল ‘মুক্তিযুদ্ধের জন ইতিহাস’।

এই সময় তিনি বলেন, গতকাল যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছেন। তারা জামায়াত-বিএনপির বর্তমান নেতা ড. কামালের সাথে কথা বলেছেন। তিনি তাদেরকে জানিয়েছেন দেশে কোন যুদ্ধপরাধী নাই, কোন জামায়াত নাই। কাকে আপনি রোল মডেল ধরবেন? এটা আমাদের জন্য লজ্জা।

বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় বিশ্বব্যিালয়ের উপাচার্য অধ্যাপক হারুনুর রশিদ বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল জন যুদ্ধ। মুক্তিযুদ্ধে ৮০ থেকে ৮৫ শতাংশ ছিল সাধারণ মানুষ। জামাতের মধ্যে মুক্তিযোদ্ধা আছে এই কথা বলে বাংলাদেশকে পথভ্রষ্ট করা যাবেনা।’

এই সময় তিনি দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে বলেন, ‘মনোনয়ন বাতিলের মাধ্যমে ঋনখেলাপি-বিলখেলাপিদের মুখোশ উন্মোচিত হয়েছে।’

সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক মেসবাহ কামাল বলেন, ইতিহাস চর্চাকে জনগনের কাছে নিয়ে আসতে হবে। এই জন্য আমার জনগণকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধেরর ইতিহাস রচনায় কাজ করে যাচ্ছি। জনগণের ভিতর থেকে জনগণের কথা নিয়ে ইতিহাস লিখতে চাই। এই জন্য আমাদের এই উদ্যেগ।

এই সময় তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধুকে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। তাই আমরা বঙ্গবন্ধুকে সামনে রেখেই এবং সারাদেশের লক্ষ লক্ষ মুক্তিযুদ্ধাদেরকে নিয়েই কাজ করে যাচ্ছি।

সেমিনারে জাবির ইতিহাস সহযোগী অধ্যাপক আনিসা পারভিন এর সঞ্চলনায় ও জাবি ইতিাহস বিভাগের সভাপতি অধ্যাপক আরিফা সুলতানা এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সেমিনারের আহ্বায়ক অধ্যাপক এ টি এম আতিকুর রহমান।

এছাড়া সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক মুজাহিদুল ইসলাম, ভারত থেকে আগত অধ্যাপক রতন খাসনাবিস, অধ্যাপক ইসামুদ্দিন সরকারসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

এই সেমিনারে ৪টি কিনোট স্পিকার ও ৪০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে বলে জানিয়েছে সেমনিার সভাপতি অধ্যাপক আরিফা সুলতানা।

Bootstrap Image Preview