প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির সদস্যদের উদ্দেশ্যে বলেছেন, ভোটগ্রহণের সময় ভোটারদের কাছ থেকে থেকে কোনো অভিযোগ এলে , সেটা সুষ্ঠুভাবে তদন্ত করে আপনাদের তার ব্যবস্থা নিতে হবে।
বুধবার (৫ ডিসেম্বর) সকাল পৌনে ১১টার দিকে নির্বাচন কমিশন সচিবালয়ে ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির সদস্যদের ব্রিফ অনুষ্ঠানের উদ্বোধনীতে তিনি এসব কথা বলেন।
ইলেক্টোরাল কমিটির সদস্যদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচন নিয়ে ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির সদস্যদের যে দায়িত্বি রয়েছে, সেটা সুন্দরভাবে পালন করতে হবে। এছাড়া কমিশনের অর্পিত এ দায়িত্ব পালনে তাদের আরো সক্রিয় হতে হবে।
ইসি বলেন, আপনাদের আরও সক্রিয় হওয়া জরুরি। এছাড়া যে দায়িত্ব রয়েছে আপনাদের কাছে দেওয়া, সেটা পালনে সব সময় সজাগ থাকতে হবে। আশা করি আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশন প্রয়োজনীয় সহায়তা পাবে।