Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘তোমাকে দেখতে খুব হট লাগছে’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০১৮, ১০:৪৩ PM
আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৮, ১০:৪৩ PM

bdmorning Image Preview


কিছুদিন আগে দীপিকা পাড়ুকোনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন বলিউড অভিনেতা রণবীর সিং। বিয়ের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর ‘সিম্বা’ দিয়ে বড় পর্দায় আসছেন এই অভিনেতা। এরই মধ্যে ছবির প্রমোশন নিয়ে বেশ  ব্যস্ত হয়ে পড়েছেন রণবীর।

গত সোমবার (৩ ডিসেম্বর) সিম্বার ট্রেলার প্রকাশ করা হয়েছে। ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে রণবীরকে জিজ্ঞাসা করা হয়, যদি ট্রেলারটি দীপিকা দেখে থাকেন তাহলে তিনি আপনাকে কি বলেছেন?

রণবীর মজা করে বলেন,‘আসলে আমার জন্মদিনের সময় রোহিত স্যার (রোহিত শেঠি) এই ছবির কিছু কাজ  দীপিকাকে দেখিয়েছিলেন। কিন্তু ও আসলে কখনও কোন বিষয় নিয়ে খুব বেশি উচ্ছ্বাস প্রকাশ করে না। যখন কাজগুলো দেখা শেষ করেছে তখন আমার দিকে তাকিয়ে বলেছে, তোমাকে দেখতে খুব হট লাগছে।’

এই সিনেমা পরিচালনা করেছেন রোহিত শেঠি এবং প্রযোজনা করছেন করণ জোহর। ছবিতে রণবীরের বিপরীতে অভিনয় করেছেন সাইফ আলী খানের কন্যা সারা আলি খান। এখানে রণবীরকে দেখা যাবে একজন পুলিশ অফিসারের চরিত্রে।

Bootstrap Image Preview