পাঁচ মাসেরও বেশি সময় পর আগামী ১০ জানুয়ারির মধ্যে পূর্ণাঙ্গ হতে যাচ্ছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। কমিটি পূর্ণাঙ্গ করার ঘোষণা দিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
মঙ্গলবার (৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ করার দাবি জানান নেতা-কর্মীরা।
পরে ওবায়দুল কাদেরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আগামী ১০ জানুয়ারির মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার প্রতিশ্রুতি দেন গোলাম রাব্বানী। সভায় উপস্থিত ছাত্রলীগের একাধিক কেন্দ্রীয় নেতা ঢাকাটাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ৩১ জুলাই রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে সভাপতি এবং গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষিত হয়। এরও আড়াই মাস আগে সংগঠনটির সম্মেলন অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান।