Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

`চরম মানবিক সঙ্কটে পড়তে যাচ্ছে ইয়েমেন’

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০১৮, ১০:১১ PM
আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৮, ১০:১১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ইয়েমেন  ২০১৯ সালে চরম মানবিক সঙ্কটে পড়তে যাচ্ছে বলে জানিয়েছে  জাতিসংঘ। ৪২টি দেশের অন্তত একশ ৩২ মিলিয়ন মানুষের মানবিক সহায়তা ও সুরক্ষার প্রয়োজন পড়বে ২০১৯ সালে। সেই তালিকার শীর্ষে রয়েছে ইয়েমেন। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জাতিসংঘ।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তান, সিরিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশের তুলনায় অনেক খারাপ অবস্থার মধ্যে রয়েছে ইয়েমেন। ২০১৯ সালে দেশটির মানবিক সহায়তার জন্য প্রয়োজন পড়তে পারে অন্তত ২১.৯ বিলিয়ন মার্কিন ডলার।

তবে জাতিসংঘ তার সহযোগী সংস্থার সহায়তায় খাদ্য, আশ্রয়কেন্দ্র, চিকিৎসা, জরুরি শিক্ষা, নিরাপত্তাসহ প্রয়োজনীয় বিষয়াদির জন্য ২০১৯ সালে ইয়েমেনকে ৯৩.৬ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিতে পারবে।

জাতিসংঘের তরফে জানানো হয়েছে, ২০১৮ সালে ইয়েমেন মানবিক সঙ্কট দেখা গেছে। ২০১৯ সালেও সেটা অব্যাহত থাকবে। সেখানে সহিংসতা, দীনতা, আবহাওয়া পরিবর্তন, খাবারের নিরাপত্তাহীনতা, উন্নয়নে ব্যর্থতা ঠেকানো দরকার বলেও জানানো হয়।

Bootstrap Image Preview