Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শাহজাদপুরে প্রতিবন্ধী যুবকের গলাকাটা লাশ উদ্ধার 

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০১৮, ০৭:২০ PM
আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৮, ০৭:২০ PM

bdmorning Image Preview


সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (৪ ডিসেম্বর ) সকাল ১১ ঘটিকায় উপজেলার খুকনি ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের খেয়া ঘাটের পাশ থেকে গলাকাটা লাশ উদ্ধার।

এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, বাঁশবাড়িয়া গ্রামের শ্রী নিমাই শীল এর ছেলে মানসিক ভারসাম্যহীন ছেলে সুমন শীল (২৮) পরিবারের সবার অজান্তে এদিন ভোরে বাড়ী থেকে বের হয়। পরে সকাল ১১ ঘটিকার সময় বাঁশবাড়িয়া গ্রামের খেয়াঘাটের  পাশে রক্তাক্ত অচেতন অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার গলাতে বড় ধরনের জখমের দাগ দেখা গেছে।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য আব্দুল মতিন জানান, শাহজাদপুর উপজেলার এনায়েতপুর থানাকে অবগত করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ বাড়ীতেই রাখা আছে বলে তিনি জানান। 

Bootstrap Image Preview