২০১৮ সালের পাসপোর্ট র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান বর্তমানে ৮৬তম। বিশ্ব পাসপোর্ট র্যাংকিংয়ে গত বছরের তুলনায় পিছিয়ে গেছে বাংলাদেশ। গত বছর ছিল ৮৩তম। পাসপোর্ট ব্যাংকিং প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করেছে।
ভিসা ছাড়া শুধু পাসপোর্ট দিয়ে বিদেশ গমনের ক্ষমতা এবং ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) উপাত্তের ভিত্তিতে উপর ভিত্তি করে এই র্যাংকিং করা হয়।
এ বছর বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের জায়গা দখল করে নিয়েছে কাতার। গত বছর এই অবস্থানে ছিল জার্মানি। কাতারের পাসপোর্টধারীরা প্রাক-ভিসা ছাড়াই ১৬৭টি দেশ ভ্রমণ করতে পারেন।
কোনো দেশের পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়া কতটি দেশে যাওয়া যায় তার ওপর নির্ভর করে দেশটির পাসপোর্ট কতটা শক্তিশালী। আর ভিসা ছাড়া বিদেশ গমন বলতে বোঝায় অন অ্যারাইভাল ভিসা।
অগ্রিম ভিসা না করে শুধু টিকিট কেটে অন্য দেশে চলে যাওয়া যায়। সেই দেশে ভিসার যাবতীয় কাজ সারা হয়। বাংলাদেশের পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই বিশ্বের ৪৩ দেশে ভ্রমণ সুবিধা পান।
ভিসামুক্ত যাতায়াত, অন-অ্যারাইভাল ভিসা ও ভিসা আবশ্যক— এই তিনটি ক্যাটাগরি বিবেচনা করে পাসপোর্টের র্যাংকিং করা হয়ে থাকে।
গ্লোবাল র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থা ৮৬তম হলেও একক পাসপোর্ট পাওয়ার র্যাংকে রয়েছে ১৯১তম অবস্থানে, যা গত বছর ছিল ১৯৯তম। এক্ষেত্রে ৮ ধাপ এগিয়েছে বাংলাদেশ।
অন্যদিকে, র্যাংকিংয়ে শীর্ষে অবস্থান করছে এশিয়ার দেশ জাপান। জাপানের পাসপোর্ট দিয়ে ১৯০টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করা যায়। ২য় স্থানে আছে সিঙ্গাপুর। ভিসা ছাড়াই ১৮৯টি দেশে ভ্রমণের সুযোগ রয়েছে সিঙ্গাপুরের পাসপোর্টে। এরপর র্যাংকিংয়ে তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছে ফ্রান্স, জার্মানি, দক্ষিণ কোরিয়া যাদের পাসপোর্টধারী নাগরিকরা ভিসা ছাড়াই ১৮৮টি দেশে ভ্রমণের সুবিধা পেয়ে থাকেন। অন্যদিকে তালিকার শেষে ১০৫ নম্বরে রয়েছে ইরাক ও আফগানিস্তান।