প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে বর্তমান সরকারের মন্ত্রিসভার ৩০তম বৈঠক শুরু হয়েছে। এটিই এ কেবিনেটের শেষ সভা। তবে ক্ষমতা হস্তান্তর পর্যন্ত বর্তমান সরকারই কার্যকর থাকবে।
আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এটিই এ কেবিনেটের শেষ সভা। আজকের সভায় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে জানা গেছে।
এর আগে দশম জাতীয় সংসদ নির্বাচন হয় ২০১৪ সালের ৫ জানুয়ারি। ১২ জানুয়ারি সরকার গঠিত হয়। এই সরকারে আওয়ামী লীগ ছাড়াও জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, জাসদ, জেপির প্রতিনিধিত্ব আছে। এসব দল থেকে মন্ত্রিসভায় ৬ জন স্থান পেয়েছে।
এর আগে গত ২৬ নভেম্বর (সোমবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার ২০১তম বৈঠক হয়। ওই বৈঠকে অংশ নেওয়া একজন মন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রধানমন্ত্রী জানিয়েছেন ৩ ডিসেম্বর (সোমবার) মন্ত্রিসভার শেষ বৈঠক হবে।
জানা গেছে, বৈঠকে মন্ত্রিসভার সদস্য চার টেকনোক্র্যাট মন্ত্রীও উপস্থিত থাকবেন। তাদের পদত্যাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
মন্ত্রিসভার ওই সদস্য আরও জানান, আজকের বৈঠকে কিংবা বৈঠকের পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চার টেকনোক্র্যাট মন্ত্রীর বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।