Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বৃহস্পতিবার, মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রতিদিন ছাত্রীদের ডেকে নিয়ে অশ্লীল ভিডিও দেখাতেন শিক্ষক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৮, ০৪:০৩ PM
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮, ০৪:০৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


প্রতিদিন ক্লাস থেকে ছাত্রীদের ডেকে নিয়ে অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে ভারতের মধ্য প্রদেশের এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে। ইতিমধ্যেই তাকে গ্রেপ্তারও করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএর প্রতিবেদনে বলা হয়েছে,সম্প্রতি ক্লাস চলাকালীন এক ছাত্রীকে ডেকে নিয়ে যান অভিযুক্ত শিক্ষক। তার পরই ওই ছাত্রীকে অশ্লীল ভিডিও দেখান তিনি। ভয়ে ওই ছাত্রী প্রথমে কিছু না বললেও পরে বাড়িতে পুরো ঘটনাটি জানায়।

বিষয়টি পুলিশকে জানান হলে তদন্তে বেরিয়ে আসে আরও তথ্য। তদন্তে জানা গেছে,শুধু ওই ছাত্রীই নয় আরও অনেক ছাত্রীকে আগে অশ্লীল ভিডিও দেখিয়েছে ওই শিক্ষক। পরে অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম কিংবা পরিচয় এখনও জানা যায়নি।

ইতিমধ্যে ওই শিক্ষককে হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Bootstrap Image Preview