Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্যারিসে লাখো মানুষের বিক্ষোভে পুলিশের হামলা, আহত শতাধিক, গ্রেপ্তার ২৭০

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৮, ১২:০৭ PM
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮, ১২:০৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ফ্রান্সে জ্বালানি মূল্যবৃদ্ধির প্রতিবাদে চলমান বিক্ষোভ সরকার বিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল পুলিশ-জনতা সংঘর্ষে রাজধানী প্যারিস রণক্ষেত্রে পরিণত হয়। এই সংঘর্ষে  অন্তত ১১০ জন আহত হয়েছে। ২৭০ জনকে গ্রেপ্তার করা হয়। সরকারের জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‘হলুদ জ্যাকেট’ পরিহিত আন্দোলনকারীরা এই বিক্ষোভ করছে। 

জানা গেছে, বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস, স্টান গ্রেনেড এবং জল কামান ব্যবহার করেছে পুলিশ। পুলিশের দিকে 'প্রোজেক্টাইল' ছুঁড়েছে বিক্ষোভকারীরা। প্যারিসের কয়েকটি ভবনে আগুন ধরিয়ে দিয়েছে তারা। 

কর্মকর্তাদের ভাষ্য, এই সংঘর্ষের কারণে নিরাপত্তা বাহিনীর ১৭ জনসহ অন্তত ১১০ জন আহত হয়েছে। ২৭০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

প্রসঙ্গত, ফ্রান্সে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে জীবনযাত্রার মান বেড়ে গেছে। এ কারণেই সাধারণ নাগরিকদের এই বিক্ষোভ। 

Bootstrap Image Preview