Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বৃহস্পতিবার, মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যৌতুক না দেওয়ায় স্ত্রীর শরীরে এইডস-এর জীবাণু ঢুকিয়ে দেওয়ার অভিযোগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০১৮, ০৩:৩৭ PM
আপডেট: ০১ ডিসেম্বর ২০১৮, ০৩:৩৭ PM

bdmorning Image Preview


ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে শহরে শারীরিক ও মানসিক নির্যাতন করেও স্ত্রীর কাছ থেকে যৌতুকের টাকা না পাওয়ায়। এবার স্ত্রীর শরীরে ঢুকিয়ে দিয়েছেন এইডস'এর জীবাণু। থানায় এমন অভিযোগ দায়ের করেছেন এক নারী।

 

ঘটনার বিস্তারিত সম্পর্কে পুলিশ জানায়, ২০১৫ সালে পুনের এক হোমিওপ্যাথ চিকিৎসকের সঙ্গে বিয়ে হয় ওই তরুণীর। বিয়ের পর প্রায় যৌতুকের জন্য চাপ দিত তার স্বামী। এজন্য প্রায় তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালাতো। কিন্তু যৌতুক দিতে অস্বীকৃতি জানায় তার স্ত্রী।

ওই নারী জানান, ২০১৭ সালে অসুস্থ হয়ে পরলে তার স্বামী স্যালাইনের মাধ্যমে তার শরীরে এইডস-এর জীবাণু ঢুকিয়ে দেয়।

এরপর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ওই নারী আবার অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের কাছে বিভিন্ন পরীক্ষা করেন। এতে ওই নারীর শরীরে এইডস'র জীবাণু পাওয়া যায় বলে তিনি থানায় অভিযোগ করে।

ওই নারীর অভিযোগ তার স্বামী এই কাজ করেছে।

পুলিশ জানায়, তারা এ ব্যাপারে তদন্ত শুরু করেছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানানো হয়। 

Bootstrap Image Preview