Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গণভবনে নির্বাচনী প্রচার চললে ব্যবস্থা নিবে ইসি

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮, ০৪:৪৪ PM
আপডেট: ৩০ নভেম্বর ২০১৮, ০৪:৪৪ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেছেন, বঙ্গভবন বা গণভবনে নির্বাচনী প্রচারণা চালালে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।

শুক্রবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গত মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে দেড় শতাধিক অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন। বিএনপি এটাকে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন বলে অভিযোগ করছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, উনারা আসছেন, দেখা করছেন, সমর্থন জানিয়েছেন। এখানে আমি ব্যক্তিগতভাবে যতটুকু আচরণবিধিমালা বুঝি, আমার কাছে মনে হচ্ছে না যে, এটা কোনোভাবে আচরণবিধি লঙ্ঘন হতে পারে।

তবে বঙ্গভবন বা গণভবনে নির্বাচনী প্রচারণা চালালে অবশ্যই আচরণবিধি লঙ্ঘন হবে এবং সেক্ষেত্রে ব্যবস্থা নেয়া হবে।

কমিশনার মো. রফিকুল ইসলাম উদাহরণ টেনে বলেন, আপনারা বলেন, আমাদের এখানে যদি কেউ এসে বলে আপনারা যা করছেন, ভালো করছেন। আমার বন্ধু যারা রিটায়ার্ড কর্মকর্তা, যারা কোনো কিছুর সঙ্গে জড়িত না-তারা যদি এসে বলে, দোস্ত যা করছিস, ভালো করছিস। ভবিষ্যতে যেন এরকমই থাকে। এটা আমাকে এক ধরনের মানসিক সমর্থন যোগানো।

‘এটা বাংলাদেশের নাগরিক হিসেবে আচরণবিধির লঙ্ঘন মনে করছেন, যদি মনে করেন, তাহলে কোন ধারার লঙ্ঘন?’

রফিকুল ইসলাম প্রশ্ন রেখে আরও বলেন, উনি তো (প্রধানমন্ত্রী) সরকারে আছেন। সংবিধান অনুযায়ী উনি লাভজনক পদে অধিষ্ঠিত হলেও আসলে অধিষ্ঠিত নন। এখন ওনার বাসভবন ছেড়ে তো উনি যেতে পারবেন না। এখন উনি এটা কোথায় করবেন, বলেন তো। কারও সঙ্গে যদি দেখা করতে চান, তাহলে কোথায় দেখাটা করবেন?

Bootstrap Image Preview