Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘গণিত হচ্ছে সকল বিজ্ঞানের মা’

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮, ০৩:০৬ PM
আপডেট: ৩০ নভেম্বর ২০১৮, ০৩:০৬ PM

bdmorning Image Preview


শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ১০ম স্নাতক পর্যায়ের গণিত অলেম্পিয়াড। এই অ্যালেম্পিয়াডে আংশ নিচ্ছে ঢাবি, বুয়েট, জবি, কুবিসহ ঢাকা দক্ষিণ জোনের ৩১টি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজ। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে মোট ১৫০ জন প্রতিযোগী।

প্রতিযোগিতার উদ্দেশ্য কি জানতে চাইলে গণিত বিভাগের চেয়ারম্যান ও প্রতিযোগিতার সভাপতি ড. রবীন্দ্র নাথ মণ্ডল বলেন, গণিত হচ্ছে সকল বিজ্ঞানের মা। বিজ্ঞান পড়তে হলে গণিতকে জানতে হবে। যাতে গণিতের প্রতি শিক্ষার্থীদের ভালোবাসা জন্মায়।

এই প্রতিযোগিতায় প্রথম দশজনকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ বাংলাদেশ ম্যাথমেটিকস ফাউন্ডেশনের সহযোগিতায় এই প্রতিযোগিতাটির আয়োজন করতে যাচ্ছে। বাংলাদেশে ম্যাথমেটিকস ফাউন্ডেশন সমগ্র বাংলাদেশেকে আটটি অঞ্চলে বিভক্ত করেছে। প্রতিটি অঞ্চল হতে প্রথম দশজনকে নিয়ে ৮ ডিসেম্বর বুয়েটে অনুষ্ঠিত হবে ফাইনাল প্রতিযোগিতা। এই দশজনের মাঝে অবশ্যই দুইজন মেয়ে থাকতে হবে।

Bootstrap Image Preview