Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

`এশিয়া প্যাসিফিক’ সম্মেলনে নেপালে সু চি

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮, ১০:১১ AM
আপডেট: ৩০ নভেম্বর ২০১৮, ১০:১১ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


এশিয়া প্যাসিফিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার নেপাল পৌঁছেছেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি’র আমন্ত্রণে তিনি এ সফরে গিয়েছেন।

তিন দিনের এই সফরে সু চি নেপাল সরকারের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করছেন। এ সময় তাদের মধ্যে দু’দেশের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে বলে মিয়ানমারের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

তবে সফরে এখনো রোহিঙ্গা বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি সু চির। অবশ্য মানবাধিকার সংস্থাগুলো মিয়ানমারে সু চির সফরের সময় বিক্ষোভের পরিকল্পনা করেছে।

স্টেট কাউন্সিলর হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই সু চির প্রথম নেপাল সফর। এর আগে ২০১৪ সালের জুন মাসে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী হিসেবে তিনি নেপাল সফর করেন।

কাঠমান্ডুতে ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর এশিয়া প্যাসিফিক শীর্ষ সম্মেলন ২০১৮ অনুষ্ঠিত হবে।

এই শীর্ষ সম্মেলনে এশিয়ার প্যাসিফিক অঞ্চলের রাষ্ট্র ও সরকার প্রধান থেকে শুরু করে আইনপ্রণেতা, প্রখ্যাত নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ নিবেন।

শীর্ষ সম্মেলনে জলবায়ু পরিবর্তন, শান্তি ও উন্নয়ন, সুশাসন, সংঘাত নিরসনের পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ২০৩০ নিয়ে আলোচনা হবে।

Bootstrap Image Preview