Bootstrap Image Preview
ঢাকা, ০১ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জর্জিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮, ০৯:৫৯ AM
আপডেট: ৩০ নভেম্বর ২০১৮, ০৯:৫৯ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


জর্জিয়ার ক্ষমতাসীন দলের প্রার্থী সালোমে জোরাবিসভিলি দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার জর্জিয়ার নির্বাচনের ফলাফল থেকে এ তথ্য জানা যায়।

দেশটির বিরোধী দল এ নির্বাচনের ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে। তারা এতে জালিয়াতির অভিযোগ তুলেছে।

এ নির্বাচনকে জর্জিয়ার গণতন্ত্রের জন্য একটি পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। কারন দেশটি ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদস্যপদ চাচ্ছে। ফলে বিষয়টি রাজনৈতিক পরিস্থিতিকে বেশ উত্তপ্ত করে তুলেছে।

গত বুধবারের দ্বিতীয় দফা নির্বাচনে ৯৯ দশমিক ৯৯ শতাংশ ভোট গণনার পর ফরাসি বংশোদ্ভুত এ সাবেক কূটনীতিক ৫৯ দশমিক ৬১ শতাংশ ভোট পেয়েছেন।
অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী গ্রিগল ভাশাদেজ ৪০ দশমিক ৪৫ শতাংশ ভোট পান। তিনি নির্বাসিত সাবেক প্রেসিডেন্ট মিখাইল সাকাশভেলির ইউনাইটেড ন্যাশনাল মুভমেন্টের নেতৃত্বে গঠিত ১১ দলীয় জোটের প্রার্থী ছিলেন।

Bootstrap Image Preview