Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সিইসি'র সাথে সাক্ষাৎ করতে ইসিতে ব্রিটিশ হাইকমিশনার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৮, ০১:০৭ PM
আপডেট: ২৯ নভেম্বর ২০১৮, ০১:০৭ PM

bdmorning Image Preview


বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেইক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সঙ্গে সাক্ষাৎ করতে নির্বাচন কমিশনে (ইসি) গেছেন।

বৃহস্পতিবার বেলা ১১টায় নির্বাচন কমিশন কার্যালয়ে পৌঁছেন তিনি। নির্বাচনে করণীয় বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে বুধবার দুপুরে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন এক্সপার্ট মিশনের প্রধান ডেভিড ওয়াডের নেতৃত্বে চার সদস্য। এ ছাড়া প্রতিনিধি দলে ছিলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনজি টেরিংক।

বৈঠক শেষে রেনজি টেরিংক বলেন, পর্যবেক্ষকের মতো বড় মিশন পাঠানোয় পর্যাপ্ত প্রস্তুতির জন্য কমপক্ষে ছয় মাসের মতো সময় প্রয়োজন হয়। তাই ইইউর সদস্য দেশগুলো এই নির্বাচনে (একাদশ জাতীয় সংসদ নির্বাচন) পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

Bootstrap Image Preview