Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সাভারে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার আসামি নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৮, ১২:০৪ PM
আপডেট: ২৯ নভেম্বর ২০১৮, ১২:০৪ PM

bdmorning Image Preview


সাভারের আশুলিয়ায় বন্দুকযুদ্ধে হত্যা মামলার প্রধান আসামি নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম বাবুল মিয়া (২৭)। তিনি ইয়ারপুর এলাকার পোশাকশ্রমিক মেহেদী হাসান টিপু হত্যা মামলার প্রধান আসামি ছিলেন।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) ভোররাতে আশুলিয়ার ইয়ারপুর এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু বলেন, কয়েক দিন আগে মেহেদী হাসান টিপুকে অপহরণ করা হয়। পরে তার সাত টুকরা লাশ ফ্রিজের মধ্যে পাওয়া যায়।

‘এ ঘটনায় মেহেদী হাসান টিপুর স্ত্রী শম্পা বেগম আশুলিয়া থানায় বাবুল মিয়াকে প্রধান আসামি করে অপহরণ ও হত্যা মামলা করেন। আজ ভোরে পুলিশ খবর পায়, বাবুল মিয়া ইয়ারপুরের মুন্নার বাঁশবাগানে অবস্থান করছে।’

ওসি আরো বলেন, পুলিশ আসামি ধরার জন্য সেখানে অভিযান চালায়। এ সময় বাবুল মিয়া ও তার সহযোগীরা পুলিশের ওপর গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে বাবুল মিয়া গুরুতর আহত হন। পরে তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাবুল মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো এবং ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।

Bootstrap Image Preview