Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তানে সার্ক সম্মেলনে যাবে না ভারতঃ সুষমা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮, ০৩:৩৪ PM
আপডেট: ২৮ নভেম্বর ২০১৮, ০৩:৩৪ PM

bdmorning Image Preview


সন্ত্রাসী কর্মকাণ্ড ও তাদের অর্থ সহায়তা বন্ধ না করলে ভারত পাকিস্তানে সার্ক সম্মেলনে যাবে না।

আজ বুধবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এ কথা বলেন।

তিনি বলেন, পাকিস্তান ভারতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও অর্থ সহায়তা দেওয়া বন্ধ না করলে ভারত তাদের সঙ্গে কোন ধরণের আলোচনায় যাবে না। হায়দ্রাবাদে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সুষমা বলেন, আমি ইতিমধ্যে পাকিস্তান সফর করেছি এবং একমাত্র আমিই প্রথম তাদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা শুরু করি। কিন্তু এরপর কি ঘটলো। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড থামেনি।

তিনি আরো বলেন সন্ত্রাসী কর্মকাণ্ড ও আলোচোনা একসঙ্গে চলতে পারে না। পাকিস্তান যে মুহূর্তে ভারতে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করবে ঠিক তখনই আলোচনা শুরু হবে।

Bootstrap Image Preview