Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গ্লোব সকার অ্যাওয়ার্ডে সেরা তিনে নেই মেসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮, ০৩:০০ PM
আপডেট: ২৮ নভেম্বর ২০১৮, ০৩:০০ PM

bdmorning Image Preview


গ্লোব সকার অ্যাওয়ার্ডের সেরা খেলোয়াড়ের সম্মানের জন্য তৈরি হওয়া তালিকায় মনোনীত হলেন জুভেন্তাস তথা পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তাঁর সঙ্গে এই তালিকায় রয়েছেন ফ্রান্সের দুই বিশ্বকাপজয়ী তারকা কিলিয়ান এমবাপে এবং আতোঁয়া গ্রিজম্যান।

তবে এই তালিকায় প্রথম তিনে স্থান পাননি আরেক তারকা লিও মেসি।৩ জানুয়ারি এই পুরস্কার দেওয়া হবে। এই নিয়ে মোট আটবার এখানে মনোনীত হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মোট চারবার এই খেতাব জিতেছেন তিনি। যার মধ্যে রয়েছে শেষ দু'বছর। ২০১৫ সালে এই খেতাব জিতেছিলেন মেসি। তবে তারপর থেকে প্রথম তিনে স্থান পাননি তিনি।

গ্লোব সকারের চিফ এক্সেকিউটিভ অফিসার টোমাসো বেনেদিনি জানান, "আমরা গর্বিত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, কিলিয়ান এমবাপে, আতোঁয়া গ্রিজম্যানকে সেরা খেলোয়াড়ের তালিকায় মনোনীত করতে পেরে। গ্লোব সকারের দশম বার্ষিকী একটা মাইলফলক হবে"।

Bootstrap Image Preview