ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সামুদ্রিক সংঘর্ষের ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক বাতিলের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিবিসির খবরে বলা হয়, ট্রাম্প ইউক্রেনের সঙ্গে সামুদ্রিক সংঘর্ষের পুরো প্রতিবেদনের জন্য অপেক্ষা করছেন বলে তিনি বার্তা সংস্থা ওয়াশিংটন পোস্টকে জানান।
চলতি সপ্তাহের গত রবিবার থেকে রাশিয়া-ইউক্রেনের মধ্যে সংঘর্ষ বাঁধে। ইউক্রেনের অভিযোগ রাশিয়া ইচ্ছাকৃতভাবে তাদের তিনটি জাহাজ জব্দ করেছে। এবং রুশ বাহিনীর গুলিতে ইউক্রেনের ৬জন সেনা আহত হয়েছে।
অন্যদিকে রাশিয়ার অভিযোগ সমুদ্র সীমানা অতিক্রম করায় তারা ইউক্রেনের জাহাজ জব্দ করেছে।
রাশিয়া ও ইউক্রেনের ইস্যুতে পুতিনের সঙ্গে সম্ভাব্য বৈঠক নিয়ে ট্রাম্প বলেন, সম্ভবত আমি পুতিনের সঙ্গে বৈঠকে আর বসছি না। আমি রাশিয়ার এ ধরণের আগ্রাসী মনোভাব পছন্দ করিনা। মোট কথা আমি কোন বিবাদ চাই না।