Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

১১৩ আসনে গণফোরামের প্রার্থী তালিকা চূড়ান্ত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮, ০৯:৫৮ AM
আপডেট: ২৭ নভেম্বর ২০১৮, ০৯:৫৮ AM

bdmorning Image Preview


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৩টি আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে গণফোরাম। আগামী দু’এক দিনের মধ্যেই চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

সোমবার বিকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু এ কথা জানান।

তিনি বলেন, সাড়ে তিনশ’ মনোনয়ন ফরম বিক্রি হয়েছিল। এরমধ্যে প্রথমে ১৪০ জনের নাম খসড়া তালিকা করা হয়। এর মধ্য থেকে ১১৩ জনের নাম চূড়ান্ত করা হয়েছে।

লঞ্চিং গণফোরাম-লিড ‘পাবলিক পলিসি’ ইনিশিয়েটিভ শীর্ষক সংবাদ সম্মেলনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে গণফোরাম।

সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেন, জোট হলে তো আসন ভাগ করতেই হয়। আলোচনা কিছুটা শুরু হয়েছে। তবে এটা কঠিন কাজ। এ ভাগাভাগিতে কেউ পাবে, কেউ পাবে না। তবে যে পাবে না সে তার পাওয়ার পক্ষে যুক্তি তুলে ধরবে।

তিনি বলেন, জাতীয় ঐক্যজোট ও বিএনপির মধ্যে আসন ভাগাভাগি নিয়ে কোনো সংকট হয়নি। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, পিঠা ভাগাভাগি করতে গেলে কিছু টানাটানি তো হবেই। তবে বুধবারের মধ্যেই আসনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

Bootstrap Image Preview