Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চৌহালী উপজেলা প্রেসক্লাবের শুভ উদ্বোধন

ইদ্রিস আলী, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮, ০৮:৩০ PM
আপডেট: ২৬ নভেম্বর ২০১৮, ০৮:৩০ PM

bdmorning Image Preview


সিরাজগঞ্জ জেলার চৌহালীর প্রেসক্লাবের শুভ উদ্বোধন করেন, চৌহালীর কৃতি সন্তান স্বাধীনতা চিকিৎসা পরিষদ কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম।

সোমবার (২৬ নভেম্বর) বিকেল ২ টায় প্রেসক্লাবের উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথির আসন অলংকৃত করেন, চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সানওয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চৌহালী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবু নজির মিয়া, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মুহাঃ হজরত আলী মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক সরকার, চৌহালী থানা অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম, সহ সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবীব, মোঃ আব্দুর রশিদ বাবুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরমোহাম্মদ চৌধুরী সঞ্জু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রমজান আলী, দফতর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম মাস্টার, খাষপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুম শিকদার, ছাত্রলীগ নেতা মুকুট প্রমুখ।

উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম নবগঠিত প্রেসক্লাবের সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

তিনি বলেন, সেবামূলক পেশাগুলোর মধ্যে কিছু কিছু পেশা রয়েছে যেগুলো খুবই ঝুঁকিপূর্ণ, সাংবাদিকতা তার মধ্যে অন্যতম। দেশ ও জাতির সেবা করার মহান ব্রত নিয়ে নবগঠিত চৌহালী উপজেলা প্রেসক্লাবের সকল কার্যক্রমে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

প্রধান অতিথি মোঃ সানওয়ার হোসেন নবগঠিত চৌহালী উপজেলা প্রেসক্লাবের উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।

Bootstrap Image Preview