Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শাহজাদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: 
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮, ০৯:৪৩ AM
আপডেট: ২৬ নভেম্বর ২০১৮, ০৭:১৬ PM

bdmorning Image Preview


সিরাজগঞ্জের শাহজাদপুরে স্ত্রী আম্বিয়াকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দন্ডপ্রাপ্ত মহির উদ্দিন (৪৬) শাহজাদপুর উপজেলার কান্দাপাড়া গ্রামের আবু আক্তারের ছেলে।

সোমবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা নাজির এ রায় প্রদান করেন। একই সঙ্গে তিনি আসামিকে ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন। 

আদালতের এপিপি আনোয়ার পারভেজ লিমন জানান, যৌতুক নিয়ে বিরোধের জের ধরে ২০১২ সালের ২৪ অক্টোবর রাতে মহির উদ্দিন তার স্ত্রী আম্বিয়াকে (৩০) শ্বাসরোধে ও কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় তাকে এলাকাবাসী আটক করে।

পরদিন আম্বিয়ার ভাই সিরাজুল ইসলাম বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করে এবং তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। পরে পুলিশ অভিযোগপত্র দেয়ার পর দীর্ঘ শুনানী শেষে এ রায় প্রদান করে আদালত।
 

Bootstrap Image Preview