Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অযোধ্যায় ২২১ মিটার রাম মূর্তি নির্মাণের ঘোষণা দিলেন যোগী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮, ১২:০৬ PM
আপডেট: ২৫ নভেম্বর ২০১৮, ১২:০৬ PM

bdmorning Image Preview


অযোধ্যায় রাম মন্দির নির্মাণের ইস্যুতে নতুন এক ঘোষণা দিলেন ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, ২২১ মিটারের রাম মূর্তি নির্মাণ হবে অযোধ্যায়। গতকাল শনিবার তিনি এই ঘোসণা দেন।

তবে অনেকের ধারণা অযোধ্যায় রামমন্দির নির্মাণের ইস্যুর আলোনলা কমাতে তিনি এই ঘোষণা করেন।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের তথ্য সম্প্রচারক দফতরের এক কর্মকর্তা জানান, রাম মূর্তির উচ্চতা হবে ১৫১ মিটার। তবে মূর্তিটি যার উপর দাঁড়িয়ে থাকবে সেটির উচ্চতা হবে ৫০ মিটার উঁচু। এবং রাম মূর্তির মাথায় থাকবে একটি ছাতা। এর উচ্চতা হবে প্রায় ২০ মিটার। সবমিলিয়ে উচ্চতা হবে ২২১ মিটার।

আরো জানানো হয়, এটি হবে বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি। ব্রোঞ্জ দিয়ে তৈরি করা হবে মূর্তিটি।

অন্যদিকে আজ রবিবার অযোধ্যায় শিবসেনা ও অন্য ধর্ম সংগঠনের ধর্ম সভা শুরু হয়েছে। বড় ধরণের নাশকতা এড়াতে মোতায়েন করা হয়েছে হাজারো পুলিশ। জারি করা হয়েছে ১৪৪ ধারা।

Bootstrap Image Preview