ইসি সচিবকে ‘বিতর্কিত’ ও ‘দলবাজ’ আখ্যায়িত করে প্রধান নির্বাচন কমিশনারের কাছে বিএনপির দেওয়া অভিযোগকে 'মিথ্যা-বানোয়াট' বলে অভিহিত করেছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে তিনি এ ধরনের কর্মকাণ্ডের ব্যাপারে দলটিকে ভবিষ্যতে সতর্ক হতে বলেছেন।
ইসি সচিব চট্টগ্রাম সার্কিট হাউজ এবং ঢাকা অফিসার্স ক্লাবে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বলেও অভিযোগ আনে বিএনপি।
শনিবার (২৪ নভেম্বর) বিকালে ইসির ব্রিফিংয়ে হেলালুদ্দীন আহমদ বলেন, 'সবই প্রপাগান্ডা, মিথ্যাচার। বিতর্কিত ও হেয় করার জন্যে এবং চাপে রাখতে উদ্দেশ্য নিয়েই মিথ্যা সংবাদ পরিবেশন করা হচ্ছে।'
একই দিন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী আহমেদ বলেন, গত ২০ নভেম্বর রাতে ঢাকা অফিসার্স ক্লাবের চার তলার পেছনের কনফারেন্স রুমে এক গোপন মিটিং অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিব হেলালউদ্দীন আহমদ। এরপরই ইসি সচিবের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে কমিশনের কাছে লিখিত দিয়েছে বিএনপি।
এসব বিষয় হেলালুদ্দীন আহমদের কাছে তুলে ধরা হলে তিনি নির্বাচন কমিশনে সাংবাদিকদের বলেন, বিএনপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমার সঙ্গে নির্বাচন কমিশনের যুগ্ম-সচিব (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান ছিলেন। আমরা চট্টগ্রামের বিমানবন্দর থেকে সরাসরি হোটেল গিয়েছি। সেখান থেকে পরদিন সকালে প্রোগ্রামে গেছি।
হেলালুদ্দীন আহমদ বলেন, আপনারা জানেন, আপনারা এখানে থাকেন। আমি এখানে (ইসি ভবন) ৮-৯টা পর্যন্ত থাকি। সংবাদ সম্মেলনে যে কথা বলা হয়েছে, পুরোপুরি মিথ্যা একটা অভিযোগ আনা হয়েছে।
তিনি বলেন, নির্বাচন কমিশন সচিব প্রজাতন্ত্রের কর্মকর্তা। নির্বাচন কমিশন একটি ইন্ডিপেনডেন্ট বডি। নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বাইরে ইসি সচিবে কোনো সত্তা নেই।