আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অবাধ ও সুষ্ঠ করতে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার সকাল ১০টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে এ বৈঠক শুরু হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, প্রশাসন সরকারের নয়, ইসির নির্দেশনা মেনে কাজ করতে হবে। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে, ইসির নির্দেশ ছাড়া পুলিশ কাউকে গ্রেফতার করছে না।
অনুষ্ঠান শুরু হওয়ার পর নির্বাচন প্রশিক্ষণ ইনিস্টিটিউটের (ইটিআই) মহাপরিচালক মোস্তফা ফারুক স্বাগত বক্তব্য দেন। এর পরই গণমাধ্যম কর্মীদের অনুষ্ঠানস্থল ত্যাগ করার নির্দেশ দেয়া হয়।
বৈঠকে সভাপতিত্ব করছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বৈঠকে উপস্থিত আছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শাহাদাত হোসেন চৌধুরী।
ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, নারায়ণগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ, শেরপুরসহ কয়েকটি জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটরা যোগ দেন।