Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দুই মাসে শুধু ধর্ষণ নয়, ৯ নাবালিকাকে হত্যা করে যুবক!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮, ০৭:৪৭ PM
আপডেট: ২৩ নভেম্বর ২০১৮, ০৭:৪৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


তিন বছরের শিশুকে ধর্ষণের পর খুন করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুধু ধর্ষণ বা খুন নয়, ধর্ষণের আগে শিশুটির পা ভেঙে দেয়া হয়েছিল। তবে এটাই একমাত্র ঘটনা হলে ভিন্ন কিছু হতো। পুলিশের জেরা মুখে ওই যুবক যে তথ্য দিয়েছে তা রীতিমত আঁতকে ওঠার মতো।

গত ১১ নভেম্বর দিল্লির গুরুগ্রাম থেকে তিন বছরের এক শিশুকন্যার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তে জানা যায়, খুন করা হয়েছে ওই শিশুকে। খুনের আগে তাকে ধর্ষণ করা হয়। পরে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে সুনীল কুমার নামে এক যুবকের সন্ধান পায় দিল্লি পুলিশ।

সুনীল কুমারকে গ্রেফতারের পর বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। অভিযুক্ত সুনীল কুমার জানায়, গত ২ মাসে একইভাবে অন্তত ৯ জন নাবালিকাকে হত্যা করেছে সে।

জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত সুনীল কুমার উত্তর প্রদেশের মথুরা জেলার নওগাঁওয়ের বাসিন্দা। জেরায় সুনীল কুমার জানায়, ধর্ষণের আগে শিশুকন্যাদের পা ভেঙে ফেলত এবং ধর্ষণের পর খুন করত সে। একইভাবে দিল্লিতে ৪টি, গুরুগ্রামে ৩টি, উত্তর প্রদেশে ও মধ্য প্রদেশের ১টি করে শিশুকন্যাকে খুন করেছে।

পুলিশ বলছে, মূলত বেকার হলেও মাঝে মাঝে নির্মাণশ্রমিকের কাজ করত সুনীল। দরিদ্র মানুষকে যেখানে বিনামূল্যে খাবার বিতরণ করা হতো সেদিকে বিশেষ নজর থাকত তার। আর সুযোগ বুঝে ৩ থেকে ৭ বছরের শিশুদের নির্যাতন করত।

Bootstrap Image Preview