Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

সিয়াম সাহারিয়া, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮, ০৫:৪২ PM
আপডেট: ২২ নভেম্বর ২০১৮, ০৫:৫১ PM

bdmorning Image Preview


নওগাঁর পত্নীতলায় ট্রাকের ধাক্কায় ময়েন উদ্দীন (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার মধইল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ময়েন উদ্দিন বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ সাপাহার অফিস শাখার মাঠ সংগঠক ও পত্নীতলা উপজেলার পার্ববর্তীপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ময়েন উদ্দিন মোটরসাইকেলযোগে সাপাহার থেকে নজিপুরের দিকে আসছিলেন। পথের মধ্যে পত্নীতলা উপজেলার মধইল বাজারে রাস্তার পার্শে একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ময়েন উদ্দিনের মাথায় আঘাত লাগে।

পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে, কর্তব্যরত চিকিৎসক ময়েন উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল চক্রবর্তী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মধইল বাজারে একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। স্থানীয়রা তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে।



 

Bootstrap Image Preview