আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সামগ্রিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিসহ বিভিন্ন বিষয় নিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২২ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
ইসি কর্মকর্তারা বলছেন, নির্বাচনে মাঠ প্রশাসনে পুলিশ সদস্যরা যেন অতি উৎসাহী আচরণ করে কাউকে হেনস্তা না করেন। একই সঙ্গে নির্বাচন বানচালে কোনো দুষ্কৃতিকারী যেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না করতে পারে সেদিকে নজর রাখতেই এই বৈঠক।
বৈঠকে নির্বাচনি আচারণবিধি, প্রার্থী ও সমর্থকদের করণীয়, অবৈধ অস্ত্রের প্রভাব, কালো টাকার প্রভাব, ভোটারদের সহায়তা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশকে ব্রিফ করবেন সিইসি।
বৈঠকে পুলিশ সুপার, পুলিশ কমিশনার ও মহা পুলিশ পরিদর্শক উপস্থিত থাকবেন বলে জানা যায়।