Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আরব আমিরাতে কোটি টাকার লটারি জয় প্রবাসীর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮, ১০:৫৯ PM
আপডেট: ২০ নভেম্বর ২০১৮, ১০:৫৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি লটারির ড্রতে প্রায় কোটি টাকা জিতেছেন এক প্রবাসী। মঙ্গলবার দেশটিতে নিয়মিত লটারি আয়োজনকারী কর্তৃপক্ষ দুবাই ডিউট্রি ফ্রি এই লটারির ড্র করে। আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানোনো হয়েছে।

প্রতিবেদনে অনুযায়ী, মঙ্গলবারের এই ড্রতে এক মিলিয়ন ডলার জিতেছেন আমিরাত প্রবাসী ভারতীয় নাগরিক নওশাদ সুবীর। মিলিয়ন ডলার জয়ী সুবীরের টিকেট নাম্বার হলো ০৫২০ আর সিরিজ ২৮৬।

লটারি জয়ের পর সুবীর বলেন, ‘আমরা নিয়মিতই টিকেট ক্রয় করে এক মিলিয়ন ডলার জেতা এখানকার মানুষের অভ্যাসে পরিণত হয়েছে। আমি আনন্দিত যে, শেষ পর্যন্ত আমরা লটারিরতে জয়ী হলাম। এজন্য লটারির আয়োজনকারী দুবাই ডিউটি ফ্রি কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।’

লটারি জয়ী ভারতীয় নাগরিক নওশাদ সুবীর গত বিশ বছর ধরে আমিরাতে বসবাস করছেন। ১৯৯৯ সাল থেকে দুবাই ডিউটি ফ্রি আয়োজিত এই লটারির ১৩৭তম ভারতীয় বিজয়ী তিনি।

Bootstrap Image Preview