Bootstrap Image Preview
ঢাকা, ৩০ শনিবার, আগষ্ট ২০২৫ | ১৫ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সিএনএন সাংবাদিকের প্রেস পাস ফিরিয়ে দিল হোয়াইট হাউজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮, ০৭:২৬ PM
আপডেট: ২০ নভেম্বর ২০১৮, ০৭:২৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সম্প্রতি এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মার্কিন গণমাধ্যম সিএনএন-র প্রতিবেদক জিম আকোস্টার বদানুবাদ হয়। এই পরিপ্রেক্ষিতে আকোস্টার প্রেস পাস বাতিল করা হয়। অবশেষে তার প্রেস পাস ফিরিয়ে দিয়েছে হোয়াইট হাউজ।

জিম আকোস্টার প্রেস পাস পুনর্বহাল করতে মার্কিন বিচারকের নির্দেশের পরিপ্রেক্ষিতে ট্রাম্প প্রশাসন এ পদক্ষেপ নিয়েছে।

সোমবার আকোস্টাকে লিখা চিঠিতে বলা হয়েছে, 'প্রেসিডেন্ট বা হোয়াইট হাউজের অন্য কর্মকর্তাদের অনুমতিক্রমে’ সাংবাদিকরা ফলো-আপ প্রশ্ন করতে পারবেন।

চিঠিতে সতর্ক করে বলা হয়েছে, আকোস্টা যদি নতুন নিয়ম না মানেন তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, গত ৮ নভেম্বর প্রেসিডেন্ট ট্রাম্পকে এক সংবাদ সম্মেলনে প্রশ্ন করার সময় আকোস্টার হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেয়ার চেষ্টা করেন হোয়াইট হাউজের একজন কর্মী। একইসঙ্গে তার হোয়াইট হাউজের প্রেস পাসও বাতিল করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করে সিএনএন।

Bootstrap Image Preview