Bootstrap Image Preview
ঢাকা, ১০ শনিবার, মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আইসিইউতে স্থানান্তর করা হয়েছে গোলাম রাব্বানীকে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮, ০২:৪৯ PM
আপডেট: ২০ নভেম্বর ২০১৮, ০২:৫০ PM

bdmorning Image Preview


ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

আজ দুপুরে তাকে স্কয়ার হাসপাতাল থেকে গ্রীন লাইফ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

সাবেক ছাত্রলীগ নেতা ও লেখক রুদ্র সাইফুল। তিনি জানান গ্রীন লাইফ হাসপাতালের ডা. আব্দুল্লাহর তত্ত্ববধায়নে গোলাম রাব্বানীর চিকিৎসা হবে।

এর আগে গোলাম রাব্বানীর মামা খায়রুজ্জামান লিটন বলেন, 'রাব্বানীর প্লাটিলেট ক্রমেই কমে যাচ্ছে।  চিকিৎসকেরা ইতিমধ্যে তার ওষুধ পরিবর্তনও করেছেন। রাব্বানীকে প্লাটিলেট দেওয়ার জন্য প্লাটিলেট দাতারও সন্ধান করা হচ্ছে।'

তবে কবে নাগাদ রাব্বানী হাসপাতাল থেকে ছাড়া পাবে তা বলতে পারেননি তিনি। গোলাম রাব্বানীর মামা খায়রুজ্জামান লিটন বলেছেন, 'রাব্বানী যন্ত্রণায় ঘুমাতে পারছে না। পুরোপুরি সুস্থ না হলে রাব্বানী হাসপাতালেই থাকবে।'

Bootstrap Image Preview