Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নাটোরে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক

বিডিমর্নিং ডেস্ক:
প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮, ০১:৫৮ PM
আপডেট: ২০ নভেম্বর ২০১৮, ০১:৫৮ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


নাটোরে মাদকবিরোধী অভিযানে চার'শ ৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

সোমবার (১৯ নভেম্বর) বিকেলে শহরের এন এস সরকারি কলেজ মাঠ থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, রুবেল হোসেন এবং সোহেল রানা।

এ বিষয়ে র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল অতিরিক্ত কোম্পানি কমান্ডার পুলিশ সুপার যায়েদ শাহরীয়ার ও স্কোয়াড কমান্ডার এএসপি আজমল হোসেরের নেতৃত্বে এক অভিযান চালানো হয়।

পরে সোমবার বিকেলে জেলার সদর এনএস কলেজ মাঠ এলাকা থেকে শহরের উত্তর বড়গাছা মহল্লার খোরশেদ আলমের ছেলে রুবেল হোসেন ও আবু তৈয়বের ছেলে সোহেল রানাকে গ্রেফতার করে র‌্যাব।

এসময় তাদের কাছ থেকে চার'শ ৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতরা নিজেদের ইয়াবা ব্যবসায়ী বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে নাটোর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Bootstrap Image Preview