Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফের উত্তপ্ত ইরাক-সিরিয়া সীমান্ত, ১৫ আইএস জঙ্গি নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮, ১০:৫৮ PM
আপডেট: ১৯ নভেম্বর ২০১৮, ১০:৫৮ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ফের উত্তপ্ত ইরাক এবং সিরিয়া সীমান্ত। ইরাক ও সিরিয়ার সীমান্তে ইরাকি নিরাপত্তা বাহিনীর অভিযানে আইএসের অন্তত ১৫ জঙ্গি নিহত হয়েছেন।

আজ ইরাকি সামরিক বাহিনীর মিডিয়া সেন্টার থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, আইএস জঙ্গিদের একটি গুহার ভেতরে হত্যা করা হয়েছে। যেটি তারা নিজেদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করতেছিল।  

বিবৃতিতে আরও বলা হয়, আল-আনবার প্রদেশের আকাশাত শহরের ওই গুহায় ইরাকি নিরাপত্তা বাহিনী হামলা চালায়। সেই সময় সেখান থেকে বেশ কিছু অস্ত্র, গোলাবারুদ ও আত্মঘাতী বোমা হামলায় ব্যবহৃত বেল্ট উদ্ধার করা হয়। গত কয়েক সপ্তাহ ধরে আইএস জঙ্গিরা শোকানুষ্ঠানে আত্মঘাতী হামলার পরিকল্পনা করেছিল। তবে ইরাকি নিরাপত্তা বাহিনী এখনও পর্যন্ত তাদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। 

Bootstrap Image Preview