Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ট্রাকে বস্তাবন্দী ১৪৫৫ বোতল ফেনসিডিল জব্দ, গ্রেফতার ২

সিংড়া (নাটোর) প্রতিনিধি 
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮, ০৭:০৪ PM
আপডেট: ১৯ নভেম্বর ২০১৮, ০৭:০৪ PM

bdmorning Image Preview


নাটোরের সিংড়ায় ১৪৫৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। 

গতকাল রবিবার গভীর রাতে পৌর শহরের বাসস্ট্যান্ডের ফিলিং স্টেশন থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- লক্ষীপুরের শ্যামগঞ্জ উপজেলার মৃত শরতুল্লাহ’র পুত্র বাবুল (৪২) ও তার সহযোগী ঢাকার কেরানীগঞ্জ থানার মৃত তারা মিয়ার পুত্র আঃ সামাদ (৩৭)।

র‌্যাব-৫ এর নাটোর সিপিসি-০২ এর কোম্পানী কমান্ডার আজমল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে  রবিবার গভীর রাতে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি ট্রাকে তল্লাশি চালায় র‌্যাব। তল্লাশিকালে ওই ট্রাকে থাকা বস্তার মধ্যে থেকে ১৪৫৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল, ৪টি সিম কার্ড ও নগদ এক হাজার তিনশত পঞ্চাশ টাকা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

Bootstrap Image Preview