Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

টেক্সাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয়া যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৮, ০৪:১৩ PM
আপডেট: ১৮ নভেম্বর ২০১৮, ০৪:১৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি পার্কিং লটে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয়া এক বৈমানিক এবং অপর একজন নিহত হয়েছে। স্থানীয় গণমাধ্যম ও কর্মকর্তারা একথা জানান।

গতকাল শনিবার এ দুঘর্টনা ঘটে।

নর্থ আমেরিকান পি-৫১ডি বিমানটি ফ্রেডেরিকসবুর্গ নগরীতে বিধ্বস্ত হয়েছে।

মার্কিন ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড জানায়, তারা ঘটনাটির তদন্ত করছে। পি ৫১ মুস্টাং বিমানটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের পাশাপাশি কোরীয় যুদ্ধে ব্যবহৃত হয়।ফ্রেডেরিকসবুর্গে প্রশান্তমহাসাগরীয় যুদ্ধ বিষয়ক ন্যাশনাল মিউজিয়াম রয়েছে।

মিউজিয়ামের পক্ষ থেকে টুইটারে বলা হয়েছে, এই ঘটনায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয়া এক বৈমানিক এবং অপর একজন নিহত হয়েছে।

Bootstrap Image Preview