Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জড়িয়ে ধরার চাকরি, প্রতি ঘণ্টায় আয় ৫৮০০ টাকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৮, ১১:৩৭ AM
আপডেট: ১৫ নভেম্বর ২০১৮, ১১:৩৭ AM

bdmorning Image Preview


একাকীত্ব অনুভব, সঙ্গী দূরে থাকে, মন খারাপ হলে সঙ্গ দেয়ার কেউ নাই তাদের জন্য চালু হয়েছে আভিনব এই সেবা।

যারা সঙ্গী দূরে থাকায় কিংবা না থাকায় একাকীত্বে ভুগছেন, তাদের সঙ্গ দিতে, জড়িয়ে ধরতে এক ব্যতিক্রমী ব্যবস্থা চালু হয়েছে। বিশ্বের বেশ কয়েকটি দেশে এ সেবা প্রচলিত।

প্রথমে নিউইয়র্ক দিয়ে শুরু হলেও এখন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য তো বটেই অস্ট্রেলিয়াসহ বিশ্বের অন্যান্য দেশে ছড়িয়ে পড়েছে এ সেবা।

প্রথমে একাকী নারীদের জন্য জড়িয়ে ধরার সেবা চালু হলেও পরে তা পুরুষ ও নারী দুই ক্ষেত্রেই চালু করা হয়েছে।

সম্পর্ক থাকলেও যারা একা, স্বামী বা স্ত্রী কাজের জন্য বাইরে, কিংবা সম্পর্কে নেই, তাদের কথা মাথায় রেখেই এ ‘কাডলিং সার্ভিস’ শুরু।

সমাজতাত্ত্বিক, মনোবিদরা বলছেন, আলিঙ্গন মন খারাপ কিংবা একাকীত্ব দূর করার সবচেয়ে বড় ওষুধ।

বছর দুয়েক আগে এ পরিসেবা প্রথম চালু হয় নিউইয়র্কে। তখন দর ছিল ঘণ্টাপ্রতি ৫৮০০ টাকা।

অস্ট্রেলিয়ায় এর খরচও মোটামুটি একই।

এই পরিসেবা নেয়া গ্রাহক ৪০ বছর বয়স্ক নারী সাসকিয়া ফ্রেডেরিকস বলেন, মাসে মাত্র কয়েক দিন তার স্বামী সঙ্গে থাকেন। একাকীত্ব বোধ করেন। তাই স্বামীর সঙ্গে পরামর্শ করেই এমনটি সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

 

Bootstrap Image Preview