Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফরিদপুরে যৌন হয়রানির অভিযোগে যুবকের কারাদণ্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮, ০১:৪০ PM
আপডেট: ১৪ নভেম্বর ২০১৮, ০১:৪০ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ফরিদপুরে যৌন হয়রানির অভিযোগে আফজাল শেখ নামে এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৩ নভেম্বর) রাতে বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের ফেলাননগর গ্রামে আফজাল শেখ ওই গ্রামের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টা চালায়।

পরে এলাকাবাসী সাথে সাথে আফজালকে ধরে পুলিশে দেয়। দণ্ডপ্রাপ্ত যুবক আফজাল শেখকে জেল হাজতে পাঠানো হয়েছে।

জানা যায়, আফজাল ওই গ্রামের নওশের শেখের ছেলে। এ ঘটনায় রাতেই বোয়ালমারীর সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে আদালত বসানো হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ ওয়াসিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডবিধির ৫০৯ ধারা মোতাবেক আফজালকে যৌন হয়রানির অভিযোগে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

Bootstrap Image Preview