বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধ:
ঠাকুরগাঁও জেলার প্রথম নারী হিসেবে পুলিশ সুপার (এসপি) পদ মর্যাদা লাভ করলেন সিদ্দিকা লাকী। জেলার এই কৃতি সন্তানের পুলিশ কর্মকর্তার বাড়ি বালিয়াডাঙ্গী চাড়োল ইউনিয়নের উপজেলার লাহিড়ীতে।
অত্যন্ত মেধাবী ছাত্রী শিক্ষা জীবনে তার মেধার স্বাক্ষর রেখেছেন। ১৯৯৩ সালে লাহিড়ী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেন। রাজশাহী বোর্ডের মেধা তালিকায় ১৫তম স্থান অধিকার করেন। এই সাফল্যে সেসময় অত্যন্ত আলোচিত ঘটনা ছিল।
এরপর ১৯৯৫ সালের এইচএসসি পরীক্ষা দেন দিনাজপুর সরকারি মহিলা কলেজ থেকে। সেবারও মেধা তালিকায় ১৯তম জায়গা দখল করেন তিনি।
লাকি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স মাস্টার্স পাশ করেন। এরপর বাংলাদেশ সিভিল সার্ভিসের ২৪তম ব্যাচের পুলিশ ক্যাডার হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন।
চাকরিজীবনে রাজশাহী জেলায় এএসপি এবং ঢাকায় স্পেশাল ব্রাঞ্চে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে আর্মড পুলিশ ব্যাটেলিয়নে কর্মরত রয়েছেন।
২০১০ সালে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে হাইতিতে এক বছর নিষ্ঠা ও সফলতার সাথে দায়িত্ব পালনকারী এই কর্মকর্তা বাবা মায়ের ৪র্থ সন্তান।
তার বাবা লাহিড়ী হাই স্কুলের স্বনামধন্য শিক্ষক মীর মোঃ হাফিজ উদ্দিন। মাতা মোছাঃ আমিনা খাতুন।
সাফল্যের অনুভূতি জানাতে গিয়ে সিদ্দিকা লাকি বলেন, একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে আমি কাজ করে চলেছি। আমি খুবই আনন্দিত। দেশের সেবা করার ব্রত নিয়ে পুলিশে যোগ দিয়েছিলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। ঠাকুরগাঁও জেলার মেয়ে হিসেবে আমি গর্বিত।