Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সর্বোচ্চ রেকর্ড গড়ে মনোনয়ন ফরম বিক্রি শেষ করলো আওয়ামী লীগ!

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮, ১১:১০ AM
আপডেট: ১৩ নভেম্বর ২০১৮, ১১:১০ AM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রেকর্ড পরিমাণ মনোনয়ন ফরম বিক্রি এখন পর্যন্ত ক্ষমতাসীন দল অাওয়ামী লীগেরই হাতে। টানা চার দিনে ৪ হাজার ২৩টি মনোনয়ন ফরম বিক্রি করেছে দলটি। শুধু শেষ দিনেই ফরম বিক্রি হয়েছে ৩৩২টি। দশম জাতীয় সংসদ নির্বাচনে মোট ২ হাজার ৬০৮ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।

অাওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল অালম হানিফ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আওয়ামী লীগের প্রতিটি ফরমের দাম ছিল ৩০ হাজার টাকা। অর্থাৎ চার দিনে ১২ কোটি ৬ লাখ ৯০ হাজার টাকার মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

তিনি আরও বলেন, অাওয়ামী লীগ চেয়েছিল যে, সব দলের অংশগ্রহণে নির্বাচন হোক। তাই হচ্ছে। সব দল অংশগ্রহণ করায় উৎসবমুখ পরিবেশে নির্বাচন হবে বলে অামাদের বিশ্বাস। নতুন প্রজন্মের শক্তি হচ্ছে তরুণ ভোটার। অাশা করি, তারা নৌকা মার্কায় ভোট দিয়ে অাওয়ামী লীগকে অাবার ক্ষমতায় অানবে।

হানিফ আরো বলেন, অামাদের দলের মনোনয়ন ফরম বিক্রি শেষ। আগামীকাল মঙ্গলবার পর্যন্ত জমা নেয়া হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অাওয়ামী লীগ একা নয়, এর সঙ্গে জোট মহাজোট অাছে। সব মিলে হিসাব করে প্রার্থী চূড়ান্ত করা হবে। সংসদীয় মনোনয়ন বোর্ড এটা চূড়ান্ত করবে।

Bootstrap Image Preview