Bootstrap Image Preview
ঢাকা, ১৫ শনিবার, ফেব্রুয়ারি ২০২৫ | ২ ফাল্গুন ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চলে গেলেন মার্বেল কমিক্সের স্রষ্টা স্ট্যান লি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮, ১০:৫৬ AM
আপডেট: ১৩ নভেম্বর ২০১৮, ১১:১৩ AM

bdmorning Image Preview


নিউমোনিয়ায় আক্রান্ত হওয়াসহ বার্ধক্যজনিত রোগে মারা গেলেন মার্বেল কমিক্সের স্রষ্টা ও আমেরিকান লেখক স্ট্যান লি মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। 

লির পারিবারিক আইনজীবীর উদ্ধৃতি দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলসের সেডার সিনাই মেডিকেল সেন্টারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লি।

উল্লেখ্য, ১৯৬০ সাল থেকে মার্বেল কমিক্স লেখা শুরু করে স্ট্যান লি। ফিকশন ছাড়াও বাস্তবের নানা ঘটনাও লি রচিত নানা কমিক্সে উঠে এসেছে।তার মধ্যে উল্লেখযোগ্য ভিয়েতনাম যুদ্ধ৷

১৯৭২ সালের পর কমিক্স রচনা বইয়ের পাতা থেকে টিভির পর্দায় উঠে আসে স্ট্যান লি। এখানেও তার জনপ্রিয়তা ক্রমশ বাড়ে। তবে সেখানেই থেমে যাওয়া নয়, বর্তমানের থেকে কমিক্সকে কীভাবে আরও মনোগ্রাহী করা যায় তার চিন্তা করতেন তিনি৷

এছাড়া স্পাইডারম্যান, এক্সম্যান, হাল্ক, আয়রনম্যান, থর, ক্যাপ্টেন আমেরিকা, ডক্টর স্ট্রেঞ্জ এবং ডেয়ারডেভিল ইত্যাদি চরিত্রের স্রষ্টাও তিনি। এমসিইউ ফিল্মে ক্যামিও’র চরিত্রে অভিনয়ও করেন লি।

Bootstrap Image Preview