Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজধানীর মিরপুরে থেকে মরদেহ উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮, ১০:৪৭ AM
আপডেট: ১৩ নভেম্বর ২০১৮, ১০:৪৭ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


রাজধানীর মিরপুরে পশ্চিম কাজীপাড়া থেকে অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩) সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা যায়, সকালে পশ্চিম কাজীপাড়া ৬৬২/২ এ বাড়ির সামনের রাস্তায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে, ইট দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Bootstrap Image Preview