Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গাজার দরিদ্র পরিবারের জন্য কাতারের ১৫ লাখ ডলার সহয়াতা

হাসান বখস, কাতার
প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৮, ০১:৩৩ PM
আপডেট: ১২ নভেম্বর ২০১৮, ০১:৩৩ PM

bdmorning Image Preview


গাজা উপত্যকায় দরিদ্র পরিবারের জন্য ১৫ লাখ ডলার সহয়াতা দিচ্ছে কাতার। ফিলিস্তিনির গাজা উপত্যকায় হাজার হাজার দরিদ্র মুসলিম বসবাস করছে। তাদের সহায়তায় এগিয়ে এসেছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। উপত্যকার দরিদ্র পরিবারের জন্য ১৫ লাখ ডলার সহায়তা দেবে দেশটি। বৃহস্পতিবার অবরুদ্ধ গাজা উপত্যকা সফরে গিয়ে কাতারের রাষ্ট্রদূত মোহাম্মদ আল এমাদি এমন ঘোষণা দেন।

গত শনিবার মিসরের সংবাদ মাধ্যম আল-ওয়াতানের এক প্রতিবেদনের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গাজায় নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত মোহাম্মদ আল এমাদি জানিয়েছেন, আগামী ছয় মাসের জন্য উপত্যকার দরিদ্র পরিবারের সদস্যদের ১৫ লাখ ডলার (বাংলাদেশি প্রায় ১২ কোটি ৫৬ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা) সহায়তা দেবে কাতার।

মোহাম্মদ আল এমাদি আরো জানিয়েছেন, এছাড়াও অবরুদ্ধ গাজায় বৈদ্যুতিক প্ল্যান্টের জ্বালানি ব্যয় বাবদ প্রত্যেক মাসে ১০ লাখ ডলার পরিশোধ করবে কাতার। ‘আমরা গাজার সাগর ও বিদ্যুৎ সঙ্কটের পাশাপাশি অন্যান্য সঙ্কট মোকাবেলায় ইসরায়েলিদের সঙ্গে ঐক্যমতে পৌঁছে ছিলাম।’

তিনি আরো বলেন, গাজা উপত্যকায় দেয়া কাতারের এই অর্থ সহায়তায় জাতিসংঘের কোনো ভূমিকা নেই। পুরো অর্থ কাতার সমন্বয়ের মাধ্যমে দিচ্ছে বলে উল্লেখ করেন এমাদি।

 

Bootstrap Image Preview