Bootstrap Image Preview
ঢাকা, ০১ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চলন্ত বাস থেকে বাবাকে ফেলে দিয়ে মেয়েকে হত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৮, ০৯:৩৫ AM
আপডেট: ১০ নভেম্বর ২০১৮, ০৯:৩৫ AM

bdmorning Image Preview


ঢাকার অদূরে আশুলিয়ায় চলন্ত বাস থেকে বাবাকে ফেলে মেয়ে অপহরণ করেছে দুর্বৃত্তরা। আশুলিয়ার মরাগাং এলাকা থেকে রাত নয়টায় মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা যায় বাবার নাম আকবর আলী ও মেয়ের নাম জরিনা বেগম। মেয়ের বয়স আনুমানিক ৪৫ বছর।

আশুলিয়া থানার এসআই বিজন কুমার দাস জানান, আশুলিয়ার ইউনিক এলাকা থেকে সন্ধ্যার পর টাঙ্গাইল যাওয়ার উদ্দেশ্যে বাসে ওঠেন বাবা ও মেয়ে। বাসটি আশুলিয়া পার হওয়ার পর দুর্বৃত্তরা বাবাকে জোর করে বাস থেকে নামিয়ে দেয়। এরপর কিছু দূর যাওয়ার পর মেয়েকেও ধাক্কা দিয়ে ফেলে দেয় তারা।

কেন বা কি কারণে এই হত্যা কাণ্ড ঘটেছে এ ব্যাপারে এসআই বিজন জানান, আসলে এ ব্যাপারে এখনই কিছু বলা সম্ভব নয়। ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। তবে তার গলার নিচে দাগ দেখা গেছে। তাতে মনে হয় গলা টিপে হত্যা করা হয়েছে।

Bootstrap Image Preview