Bootstrap Image Preview
ঢাকা, ০৩ সোমবার, নভেম্বার ২০২৫ | ১৯ কার্তিক ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রতীক বরাদ্দের আগে প্রচার নয়: ইসি সচিব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০১৮, ০২:৩৫ PM
আপডেট: ০৯ নভেম্বর ২০১৮, ০২:৩৫ PM

bdmorning Image Preview


৩০ নভেম্বর প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী প্রচার চালানো যাবে না। তবে প্রতীক বরাদ্দের পর ২১ দিন প্রচার চালাতে পারবেন প্রার্থীরা বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

শুক্রবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

অনিবন্ধিত রাজনৈতিক দল নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করতে পারবে; এতে আইনগত বাধা নেই বলেও জানান ইসি সচিব।

আগামী সাত দিনের মধ্যে ব্যানার, পোস্টার ও তোরণ নামিয়ে ফেলারও নির্দেশ দেয় কমিশন। নির্দেশ না মানলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

হেলালুদ্দীন আহমদ আর জানান, আগামী রবিবার থেকে অনলাইনে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন প্রার্থীরা।

এদিকে জেলা প্রশাসকদের নিজ নিজ জেলার রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

ঢাকা-চট্টগ্রামের বিভাগীয় কমিশনারকে মেট্টোপলিটন এলাকার দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন।

Bootstrap Image Preview