তাইওয়ানের নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে যুক্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে নির্মিত গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী দু'টি ফ্রিগেট।
বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ফ্রিগেট দু'টি দেশটির নৌবাহিনীতে যুক্ত হয়।
তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় কাওসিং নগরীতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন।
দেশটির নৌবাহিনী বলেছে, মার্কিন নৌবাহিনী যে সব অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার করে তার অনেকগুলোই এ দুই রণতরিতে রয়েছে।
তাইওয়ান প্রণালীতে টহল দেয়ার কাজে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে কেনা এ রণতরী দু'টি নিয়োগ করা হবে বলেও জানানো হয়েছে। সংকীর্ণ এই প্রণালী চীনের মূল ভূখণ্ড থেকে তাইওয়ানকে আলাদা করে রেখেছে।